প্রবাসীর স্ত্রীকে খুনের অভিযোগ কলেজছাত্রের বিরুদ্ধে

 

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসী মো. রিপন মিয়ার স্ত্রী হুছনা বেগম (২৮) খুন হয়েছেন। স্থানীয় কলেজছাত্র মো. সাইফুর রহমানের (২২) ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ জুলাই) বিকালে চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুরকে আটক করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, সোমবার বিকালে বড়াইল গ্রামের কুয়েত প্রবাসী রিপন মিয়ার স্ত্রী হুছনা বেগমের সঙ্গে একই বাড়ির ছুরত আলীর স্ত্রী খদেজা বানুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছুরত আলীর বড় ছেলে সাইফুর ধারালো ছুরি দিয়ে হুছনা বেগমকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবরটি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাইফুরকে মারধর করে থানায় সোপর্দ করেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।