সড়কে হয়রানি বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট

শ্রীমঙ্গল পরিবহন ধর্মঘটের কারণে রাস্তা ফাঁকাসড়কে অহেতুক হয়রানি বন্ধে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে শ্রীমঙ্গলে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৬টা থেকে শ্রীমঙ্গল উপজেলায় পরিবহন  ধর্মঘট শুরু হয়।

শ্রীমঙ্গল উপেজলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সোমবার রাতে শহরে মাইকিং করে এ ধর্মঘটের ডাক দেয়।

শ্রীমঙ্গল পরিবহন ধর্মঘটে সড়কে পুলিশ টহলশ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজান মিয়া বলেন, সড়কে গাড়ি আটকে তল্লাশির নামে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান,শহরের সব জায়গায় পুলিশ মোতায়েন আছে। অহেতুক কারণে পরিবহন ধর্মের ডাক দিয়েছেন শ্রমিকরা। সেটা কোনোভাবে কাম্য নয়।