নবীগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী-উপমন্ত্রী

ত্রাণ বিতরণ করছেন এনামুর রহমান ও এনামুল হক শামীম (ছবি– প্রতিনিধি)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তারা ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘বর্তমান সরকার আন্তরিকতা নিয়ে বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছে। সবসময় পাশে থেকেই জনগণের সেবা করে যাবে এ সরকার। বন্যায় যত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যায়ক্রমে সবার ঘরে ত্রাণ পৌঁছাবে।’

এসময় আরও ছিলেন– হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ, সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, একহাজার বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মসলা, নুডুলস, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।