দেশের উন্নয়নের স্বার্থে কোনও বিভেদ থাকবে না: এম এ মান্নান

ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রীপরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,‘দেশের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের  উন্নয়নের স্বার্থে কোনও বিভেদ থাকবে না। কোনও বিষয়ে মতভেদ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় সুনামগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে জামাত শেষে মন্ত্রী এসব কথা বলেন। জেলার ১৭টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন,  ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বনির্ভর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিলেন। সেই দেশে সড়ক, সেতু, কলেজ, হাসপাতাল, মসজিদ, মন্দির নিয়ে আমাদের মধ্যে কোনও বিভেদ থাকবে না।  শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন।’