শৌখিন মাছ শিকারিদের উৎসব পলো বাওয়া

উৎসবে মাছ শিকারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীসহ বিভিন্ন এলাকার প্রবাহমান ছোট ছড়া ও বিলসহ বিভিন্ন জলাশয়ে শুরু হয়েছে পলো বাওয়া উৎসব। প্রতিবছর এই সময়ে বিভিন্ন এলাকার শৌখিন মাছ শিকারিরা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে পলো বাওয়ায় অংগ্রহণ করেন। পলো বাওয়া উৎসব হলো- দল বেঁধে বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি ঝাঁপি দিয়ে মাছ ধরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় থেকে ধলাই নদীতে এই উৎসব শুরু হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন, আলেপুর, চন্ডিপুর, কুমড়াকাপনসহ বিভিন্ন গ্রামের মানুষজন এতে অংশগ্রহণ করেন। তারা পলো দিয়ে পুটি, টেংরা, শৈল, ঘাগট ও বোয়াল মাছ ধরেন।

উৎসবে মাছ শিকারআলেপুর গ্রাম থেকে আসা নূর মিয়া বলেন, এক কেজি ওজনের একটি ঘাগট মাছ পেয়ে আনন্দ লাগছে।

প্রাচীন এই উৎসবকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার দাবি জানান, মো. ইসমাইল মিয়া।