বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর দাফন সম্পন্ন

মনসুর আলীবাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর (৩২) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে কঠালপুর উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কাঁঠালপুর উত্তরপাড়া গ্রামের শমস উদ্দিনের ছেলে।

মনসুর আলীর ছোট ভাই সালেক আহমদ জানান, রবিবার রাত ৯টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছায়। এরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনসুর আলীর জানাজামনসুর আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মনসুর সবার বড় ছিলেন। তার বাবা ও মা বেঁচে আছেন।

হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হতে পারে মনসুরের: চিকিৎসক