মৌলভীবাজারে অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আশিক আলীর (৩৫) বাড়ি ভারতের কৈলাশহর জেলার লক্ষীপুর থানার টিলাগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত ওয়াদুল্লাহ। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে কুলাউড়ার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে। পরে রাতে তাকে কুলাউড়া থানায় পাঠানো হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

কুলাউড়া আলীনগর বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক আশিককে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় প্রসাধনী এবং ভারতীয় রুপি জব্দ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই ঘটনায় নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছি।’