লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর দগ্ধ

দগ্ধ বানরমৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একটি সাদা বানর দগ্ধ হয়েছে। বানরটির হাত ও একটি পা গুরুতর জখম হয়েছে। বানরটিকে উদ্ধার করে পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিট অফিসে রেখেছে বনবিভাগ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে লাউয়াছড়া বিট অফিসার মো.আনোয়ার হোসেন এ তথ্য জানান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে লাউয়াছড়ার ডলুছড়া এলাকায় বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীরা। তারা খবর দিলে বন বিভাগ শুক্রবার সন্ধ্যায় বানরটি উদ্ধার করে। বনকর্মীরা বানরটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘খবর পেয়ে লাউয়াছড়ার বিট অফিসারসহ অন্যরা বানরটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রতিদিন চিকিৎসা চলছে। সুস্থ হলে বানরটিকে বনে অবমুক্ত করা হবে।’