মৌলভীবাজারে চা-শ্রমিকদের ঝুঁকিমুক্ত রাখার নির্দেশ

 

মৌলভীবাজারদেশের ১৬৩টি চা বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় ৯৩টি চা বাগানে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকিমুক্ত রাখার জন্য চা বাগানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেগম নাজিয়া শিরিন এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

মৌলভীবাজার বেগম নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চা-বাগানে সব বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে চা-বাগানের মদের পাট্রাগুলো (দেশি মদ তৈরির কারখানা) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।