প্রশাসনের আশ্বাসে ৮ ঘণ্টা পর হবিগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

বাস ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জের মহাসড়কে সব সিএনজি, নছিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে সারাদেশের সঙ্গে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টায় জেলা প্রশাসক কামরুল হাসানের সঙ্গে বাস মালিক-শ্রমিকদের বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। বৈঠকে হবিগঞ্জ সদর থানা পুলিশসহ বাস মালিক শ্রমিক নেতারা অংশ নেন।

এর আগে রবিবার সকাল ৬টা থেকে থেকে বাস চলাচল বন্ধ দিয়ে বাসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, ‘প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় বাস চলাচল শুরু করেছি। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আমাদের আশ্বস্ত করেছেন আজ থেকে মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবেন। আগামী ১০ দিন পর প্রশাসন দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে আমাদের অবগত করবেন।’