ডিজিটাল আইনের মামলায় তিন সাংবাদিকের জামিন

সংবাদ প্রকাশের জেরে সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকেও জামিন পেয়েছেন সিলেটের তিন সাংবাদিক।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন- দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটো জার্নালিস্ট এস এম সুজন ও স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্ধারিত কার্যদিবসে শুনানিকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম সাংবাদিকদের জামিন দেন। বিবাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিপা বেগম। আইনজীবী নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু বলেন, অহেতুক হয়রানি করার জন্য আমাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যার কোনও ভিত্তি নেই। মূলত হয়রানি করার জন্য আমাদের ওপর এই মামলা করা হয়।