‘২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাঁধ নির্মাণ শেষ করতে হবে’

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সিলেটের হাওর এলাকায় বাঁধ নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে। সুনামগঞ্জের ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করে এ নির্দেশনা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. ফজলুর রশিদ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহসিং নদীর তীরবর্তী চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটির বাঁধের কাজ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাঁধের কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।

পরিদর্শন শেষে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণের কাজ শেষ করতে হবে। বাধ নির্মাণে কোনও ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যয় অনেকাংশে কমে যাবে। সুনামগঞ্জে দ্বিতীয় পর্যায়ে নদী খননের কাজ অচিরেই শুরু করা হবে। তখন হাওর এলাকার নদীগুলোর পানি ধারণ ক্ষমতা এবং পানি প্রবাহ বৃদ্ধি পাবে। কার্যাদেশ অনুযায়ী দ্রুত বাঁধ নির্মাণের তাগিদ দেন প্রকল্প বাস্তুবায়ন কমিটিকে।