নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক, নিহত ২

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক পড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তামাবিল থেকে সিলেটগামী ট্রাক ধামরাই ব্রিজে ওঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই্ দুজন নিহত হন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জৈন্তাপুর থানাধীন ধামরাই ব্রিজের ওপর উঠা মাত্রই সিলেটগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে চালক রাত জেগে ট্রাক চালিয়েছেন। না ঘুমানোর কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’

নিহতরা হচ্ছেন, জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।