কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূতিসহ দুই পেশাদার পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এক্যাশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে সানু মিয়া ওরফে সানু মোলা (৫৫) এবং একই গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. হারুন মিয়া (৪৩)।

র‌্যাব জানায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বাহুবল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরসুর গ্রামের জনৈক সানু মিয়া ওরফে সানু মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাচীন কষ্টিপাথরের ‘মূর্তি’ জব্দ হয় এবং পেশাদার পাচারকারী সানু মিয়া ওরফে সানু মোলা (৫৫) মো. হারুন মিয়াকে (৪৩) গ্রফতার করা হয়। পরে র‌্যাব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাহুবল থানায় সোপর্দ করে।