লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুন নিভেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিভেছে। শনিবার দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের বাঘমারা ক্যাম্প এলাকার বনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে বিকাল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবেই এ আগুন লাগানো হয়েছে। তারা বলছেন, বনের জমি দখল করতে একটি মহল পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।

এই আগুন লাগার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে দুই দিনের ভেতরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য বন মামলা পরিচালক জোলহাস উদ্দিন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও লাউয়াছড়া বন বিট অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে কিভাবে আগুন সূত্রপাত হলো তা খুঁজে বের করার চেষ্টা করছেন। আগুনে লতা-গুল্মজাতীয় গাছগাছালি ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধিত হয়েছে বলে জানায় বন বিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় বনে কাজ করছিলেন কিছু শ্রমিক। সেখানে আগাছা পরিষ্কার করে বন্যপ্রাণী খায় এমন ফলের গাছ লাগানোর জন্য বনবিভাগের অধীনে কাজ করছিল তারা। দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের বনের ভেতরে ঢুকতে ও সেই সাথে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুনে দেড় একর বন পুড়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে।