সিলেটে ১০৪ যানবাহন আটক, ২৫ জনকে জরিমানা

সিলেটে লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (০১ জুলাই) তৎপর ছিল মহানগর পুলিশ। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল পুলিশের চেকপোস্ট। সেই সঙ্গে নগরজুড়ে ছিল একাধিক টহল পুলিশ। এ সময় পুলিশ ১০৪টি যানবাহন আটক করে। পাশাপাশি লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ২৫ জনকে ১১ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, প্রথম দিনে সিলেট মহানগর পুলিশের অভিযানে নয়টি সিএনজি, ৩০টি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ৪৮টি মামলা করা হয়। এছাড়া ১৮টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, তিন প্রাইভেটকার, অন্যান্য ২৪টি যানবাহনসহ ১০৪টি গাড়ি আটক করা হয়।