মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘সুজানগর জামে মসজিদ’ নামকরণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন।

এ ঘটনায় রবিবার (২৫ জুলাই) থানায় মামলা করেছে দুই পক্ষ। এর আগে শনিবার (২৪ জুলাই) আসরের নামাজের পর উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন আজাদ হোসেন, আবিদ আহমদ, সাজ্জাদ হোসেন, এমাদ হোসেন, মওরুন বেগম, শিপা বেগম, বকুল বক্স, সুকরাম বিন আলা বক্স, জাবের আহমদ, মহসিন আলী, আজিজুর রহমান ও আলিম উদ্দিন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর গ্রামের মসজিদের নামকরণ নিয়ে এলাকার সাজ্জাদ হোসেন ও আনছারুল হক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপক্ষ চাইছে গ্রামের মসজিদের নাম হবে ‘সুজানগর জামে মসজিদ’ অন্য পক্ষ চাইছে ‘বক্সবাড়ি জামে মসজিদ’ নাম হবে। নামকরণের বিষয়টি নিয়ে গত বছরের আগস্ট মাসে একটি সালিশ বৈঠক হয়। 

সালিশ বৈঠকে মসজিদের জমির দলিল দেখে ‘সুজানগর জামে মসজিদ’ নাম রাখার সিদ্ধান্ত দেন এবং উভয় পক্ষকে বিরোধে না জড়াতে বলেন সালিশদাররা। এরপরও শনিবার আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন পক্ষের মোক্তাদির আলী বাদী হয়ে অন্য পক্ষের ফয়সাল বক্সকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা করেন। অন্যদিকে আনছারুল হক পক্ষের আনোয়ার হোসেন বাদী হয়ে সাজ্জাদকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।