তরুণীকে দুই যুবকের বিয়ের প্রস্তাব, একজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন শাহার মিয়া ও সাব্বির আহমদ। সম্পর্কে তারা চাচাতো ভাই। বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে শাহারকে মারধর করেন সাব্বির ও তার বড় ভাই। মারধরের দুই দিন পর গত ১১ আগস্ট তিনি মারা গেছেন। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুক্রাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ জানায়, সুক্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে শাহার মিয়ার সঙ্গে বিয়ের জন্য পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবের পরপরই শাহারের চাচাতো ভাই শোয়েবের জন্য তার বড় ভাই সাব্বির আহমদ ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। মেয়ের বাবা উভয় পক্ষের কাছে কয়েক দিনের সময় নেন। এদিকে এ নিয়ে তাদের মধ্যে বিরোধও দেখা দেয়।

শাহারেরর স্বজনদের অভিযোগ, গত ৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শোয়েবের পরিবারের সদস্যরা সাব্বিরের নেতৃত্বে শোয়েব, জুনেদ ও রুহনসহ আরও কয়েকজন শাহারের ঘরে ঢুকে তাকে মারধর করে। পরে শাহারকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে ৯ আগস্ট বাড়ি ফেরেন তিনি। ১১ আগস্ট শাহারের অবস্থার অবনতি হলে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে রাত ১০টার দিকে মুত্যু হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সাব্বিরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।