ভারতে বৃষ্টি, বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতে গতকাল (বুধবার) ১২৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য নদীর পানি বাড়ার কোনও পূর্বাভাস নেই। এমনকি বড় ধরনের বন্যার হওয়ারও কোনও আভাস নেই।’

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১১.৩১, সিলেট সদর পয়েন্টে ৯.২৭ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে ১৩.৭৮, শেওলা পয়েন্টে ১১.৭৭, শেরপুর পয়েন্টে ৮.৩৯ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। লোভা, সারি ও ধলাই নদীতে যথাক্রমে ১২.৩৯, ৯.৪৮ ও ৯.৩৭ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে।