সিলেট-৩ উপনির্বাচনে জামানত হারালেন ৩ প্রার্থী

সিলেট-৩ আসনের উপনির্বাচনে লড়ে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। এদিকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। ভোটকেন্দ্র ১৪৯টি। আজকের উপনির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন এক লাখ ২০ হাজার ৫৯১ ভোটার। 

এর মধ্যে নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। এছাড়া এ আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত) শফি আহমদ চৌধুরী মোটরকার প্রতীকে পাঁচ হাজার ১৩৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।

এই তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। কেননা জামানত রক্ষায় আসনের মোট ভোটারের আট শতাংশের এক শতাংশ ভোট পেতে হয়। ভোটারের সংখ্যা অনুযায়ী সিলেট-৩ আসনে জামানত রক্ষায় প্রতি প্রার্থীর দরকার ৪৩ হাজার ৭৩৪ ভোট। আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ব্যতীত এ উপনির্বাচনে লড়া কোনও প্রার্থী এ পরিমাণ ভোট পাননি। তাই তাদের জামানত বাজেয়াপ্ত হবে। বর্তমানে সংসদীয় আসনের জন্য প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়।

চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলেও কয়েক দফায় পিছিয়ে চূড়ান্ত আজ এ আসনে ভোট হয়।