মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বাবা-ছেলে নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয় জন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদ উদ্দিন (৫২) ও তার ছেলে আফিফ (৬)। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

স্টেশন মাস্টার মুহিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোথাও কোনও ট্রেন আটকে পড়েনি।