চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গ্যারেজ মালিকেরও

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাহেদ মিয়া (৪০) ও সুজন মিয়া (৩০) নামে দুই জন মারা গেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে সাদেক। তিনি অটোরিকশা চালাতেন। সুজন আন্দিউরা ইউনিয়নের বারচান্দুরা গ্রামে সাদেক মিয়ার ছেলে। তিনি ওই অটোরিকশা গ্যারেজের মালিক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজ থেকে আনতে যান সাহেদ। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় একজনের চিৎকারে বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। পরে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দুই জনের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।