অন্য চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে চিকিৎসা

আরেক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে হবিগঞ্জের শায়েস্তানগরের মুন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসান সহকারে একদল র‌্যাব সদস্য অভিযানটি পরিচালনা করে।

এ সময় মুন জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক তাসনিম সুলতানা অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় আদালত তাকে ২৫ হাজার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এর আগেও ওই হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর শাস্তি  দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।