‘নৌকায় উঠে লাফালাফি করে পড়ে গেলে আর ওঠার সুযোগ নেই’

নৌকায় উঠে যারা লাফালাফি করে পড়ে যায় তার আর নৌকায় ওঠার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনেই নৌকা প্রতীক দিয়ে থাকেন। শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করা হবে।’

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্প চত্বরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মেসেজ করে ভানু লাল রায়ের নির্বাচনি প্রচারণায় আসতে বলেন। সে বার্তা পেয়েই এখানে এসে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। যোগ দিয়েছি এই জনসভায়।’ তিনি চা শ্রমিক ভাইবোনদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন- নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায় ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সদস্য আছকির মিয়া, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমুখ।