২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হুজি সদস্য মাওলানা আব্দুস সালামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিকালে তার মৃত্যু হয়। তিনি বগুড়া জেলার পেঁটিবাড়ি গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের (১ম) জেল সুপার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০০৯ সাল থেকে কারাগারে রয়েছেন হুজি নেতা আব্দুস সালাম। দেশের বিভিন্নস্থানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ফলে দেশের বিভিন্ন আদালতে তিনি হাজিরা দিতেন। আব্দুস সালাম একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। দ্রুত বিচার আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে হবিগঞ্জে দুই, সুনামগঞ্জে একটিসহ মোট আটটি মামলা বিচারাধীন। গত ৪ অক্টোবর থেকে আব্দুস সালাম সিলেট কারাগারে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (৪ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।’