প্রতারণার মামলায় কারাগারে সিসিক কাউন্সিলর শানু

প্রতারণার মামলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানুকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান। 

এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন তিনি। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর আদালতে হাজির হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, বাসা বিক্রি করে ক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগে কাউন্সিলর শানুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন শানু। জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর আদালতে আত্মসর্মপণ করে পূনরায় জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আদালত সূত্র জানায়, নগরীর শেখঘাট নিলিমা ১৩ নম্বর বাসার নুরুল ইসলাম বাদী হয়ে ২০২১ সালের ৭ নভেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহানা বেগম শানু ও তার ছেলে রায়হান ইসলামকে আসামি করে আদালতে অভিযোগ করেন। এরপর আদালতের বিচারক অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দেয়। এর প্রেক্ষিতে ১৬ নভেম্বর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় শানুসহ দুই জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ।