দোয়ারাবাজারে স্বতন্ত্র তানভীর আশরাফীর জয়, নৌকার প্রার্থী তৃতীয়

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। এর আগে, সকা ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ঘোষিত ফলে উপজেলা দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী কাপ পিরিচ প্রতীকের ১৯ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ বারী আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট। ছয় ২১৫ ভোটে এম এ বারীকে পরাজিত করেছেন তানভীর আশরাফী।

এ ছাড়াও এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৬৭৪ ও জাতীয় পার্টির প্রার্থী আবু সালেহ ২০০ ভোট পেয়েছেন।