গভীর হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এই সরকারের আমলে হাওর এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। গভীর হাওর এলাকায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে উড়াল সড়ক নির্মাণ করা হবে।’

রবিবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ ও টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। হাওরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। ইতোমধ্যে হাওরবাসীর বিশুদ্ধ পানীয়জলের চাহিদা মেটানোর জন্য গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি হাওর এলাকার মানুষকে খুব ভালবাসেন। সব সময় হাওরের মানুষদের কথা চিন্তা করেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দ।