তাহিরপুরেও শত্রুতার জেরে সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের তাহিরপুরে শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত ও ছয় জন আহত হয়েছেন। সোমবার (২ মে) সন্ধ্যায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল বাশার ও সিদ্দিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ান।

সংঘর্ষের এক পর্যায়ে আব্দুল হামিদ (৩৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান। আহত হন কমপক্ষে ছয় জন।

বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী বলেন, ‘দুই পরিবারের মধ্যে নির্বাচনি ও জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর থেকে সংঘর্ষ হয় এবং একজন মারা যান। দুর্গম এলাকায় ঘটনা ঘটেছে।’

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ‘আমি স্পিডবোটে ঘটনাস্থলে যাচ্ছি। সংঘর্ষে একজন মারা গেছে। ঘটনাস্থলে পৌঁছার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

এদিকে, আজ বিকালে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর দুই পক্ষের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।