সিলেটে আ.লীগের ৪ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ ও বিয়ানীবাজারে পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা না মেনে নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হলো। বুধবার (১ জুন) রাতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।’

বহিষ্কৃতরা হলেন- গোলাপগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিক উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।

জানা গেছে, আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভায় এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।