নিবন্ধন ছাড়া তাহিরপুরের পর্যটন কেন্দ্রে ঢুকতে পারবে না নৌযান

নিবন্ধন ছাড়া কোনও নৌযান সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরসহ তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এ তথ্য জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়া হাওর ও তাহিরপুর উপজেলার নীলাদ্রি, বারেকাটিলা, শহীদ সিরাজ লেকসহ সকল পর্যটন এলাকায় নৌযান চলাচলে আগামী ১৩ জুনের মধ্যে ইউএনওর কাছে আবেদন করতে হবে। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে নিবন্ধন নম্বরসহ নেমপ্লএটর নমুনা সরবারহ করা হবে। নৌযানের মালিকরা নিজ দায়িত্বে উপজেলা প্রশাসনের সঙ্গে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করবেন এবং নেমপ্লেট ছাপাবেন। 

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, টাঙ্গুয়া হাওরসহ তাহিরপুরের সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নৌযান নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে নৌযানের ভাড়ার ভারসাম্য ফিরে আসবে। পাশাপাশি স্থানীয় নৌযান মালিক ও মাঝিদের স্বার্থ রক্ষা হবে। 

এ বিষয়ে ইউএনও রায়হান কবির জানান, অনেক লক্কর-ঝক্কর নৌযান ঝুঁকি নিয়ে হাওরে চলাচল করে। সেজন্য এই বছর যে নৌযানগুলো পর্যটক নিয়ে হাওরে চলাচল করবে, সেগুলো আগে নিবন্ধন করতে হবে। যদি কোনও নৌযান নিবন্ধন ছাড়াই চলাচল করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।