হল সংস্কারের দাবিতে ওসমানী মেডিক্যালের শিক্ষার্থীদের বিক্ষোভ

আবাসিক হল সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। 

বুধবার (৮ জুন) সকাল থেকে বইপত্র ও তোশক নিয়ে শিক্ষার্থীদের হাসপাতালের ভেতর অবস্থান করতে দেখা যায়। দুপুরে কলেজ কর্তৃপক্ষ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান হিমেল বলেন, ‘অতীতে একাধিকবার ছাত্রী হোস্টল ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা সমস্যার কথা কলেজ কর্তৃপক্ষসহ দায়িত্বরত বিভাগীয় প্রধানকে জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। বছরের পর বছর সরকারের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ আসলেও এগুলো কোনও কাজে আসে না। বরং টাকাগুলো লুটপাট করা হয়। আর আমাদের সমস্যাগুলো সমাধান হয় না।’

শিক্ষার্থী জানান, কলেজের ভেতরে হোস্টলের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা নেই। সেই সঙ্গে কক্ষগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট রয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ‌‘শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এসেছে। তাদের সমস্যা সমাধানের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, সকল সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে।’