পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ জুন) বেলা পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে এখনও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ১টায় ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় আসলে পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগি পুড়ে গেছে। এর মধ্যে একটি এসি বগি রয়েছে।

আরও পড়ুন: ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। রেল লাইনের ওপর পাঁচটি বগি পড়ে আছে। এর মধ্যে তিনটি পুড়ে গেছে। খুলনা থেকে রিলিফ ট্রেন আসছে। লাইনের পর থেকে বগিগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ পাশা হারুন বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগির ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।’