সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, মেরামত হচ্ছে সড়ক

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মঙ্গলবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে মেরামত হচ্ছে সিলেটের সড়ক।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর। মানুষ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন চলাচল করলেও টনক নড়েনি সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এবার টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের সড়কগুলো।

মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি দল গাড়িবহর নিয়ে সিলেটে পৌঁছে। এরপর সিলেট ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে তারা।

দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর

এরইমধ্যে বিকালে সিলেট বিমানবন্দর সড়কটি মেরামত শুরু করেন সওজের লোকজন। এ সময় বিমানবন্দর সড়কে বন্যায় ধসে পড়া টিলা ও ঝুঁকিপূর্ণ গাছ কাটতে দেখা গেছে তাদের।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘বিমানবন্দর সড়কটির কিছু স্থান ভাঙা ছিল। সেগুলো মেরামত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত শেষ হবে।’