নৌকায় চড়ে বন্যার্তদের খাবার দিলেন চীনা কূটনীতিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বানিয়াচংয়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ইয়ান হুয়ালং।

জানা গেছে, ‘জাসপোস’ নামে হবিগঞ্জের একটি এনজিওর মাধ্যমে তিনি উপজেলার প্রজাতপুর গ্রামসহ আশপাশের গ্রামে খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু, পেঁয়াজ ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বুলবুল চৌধুরী, জাসপোসের চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন মিয়া ও আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে ইয়ান হুয়ালং বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। সম্পর্কের নিদর্শন স্বরূপ এই দেশের অসহায় জনগণের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করি। তাই আমরা এই খাদ্য সহায়তা বিতরণ করেছি।’