‘‌স্কুলড্রেসের’ জন্য ছাত্রীকে শাস্তির অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘স্কুলড্রেস’ পরে না আসায় ছাত্রীকে শাস্তি দেওয়ার অভিযোগে খণ্ডকালীন এক সহকারী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে ওই শিক্ষিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন, ‘ছাত্রীকে শাস্তি দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী স্কুলড্রেস ছাড়া শ্রেণিকক্ষে আসে। এ সময় বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা তাকে শাস্তি দেন বলে অভিযোগ ওঠে। 

বিষয়টি ওই ছাত্রীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমকে লিখিতভাবে জানায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় সভা ডাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবক সদস্য একেএম আজিজুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক সরোয়ার আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তদন্ত কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার দুপুরে ওই শিক্ষিকাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে।’