বক্তব্য টুইস্ট করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের করা এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সারা দেশে আলোচনা-সমালোচনা চলছে। তবে মন্ত্রী নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের সঙ্গে তুলনা করে)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘‘বেহেশত বলেছেন’’, মানে টুইস্ট করা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।’

আব্দুল মোমেন বলেন, ‘বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) এক্কেবারে উল্টা!’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। সেখানে তিনি আগের দিনের করা মন্তব্যের ব্যাখ্যা দেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে মন্ত্রী বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, সুখে আছে। সারাবিশ্বে মন্দার ভাব আসছে। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে।’  

মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলঙ্কায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ.... সেই দিক দিয়ে আমরা (ভালো আছি)।’

গতকালের বক্তব্যে মন্ত্রী আরও বলেছিলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনও ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’