সাড়ে ৮ লাখ রুপিসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আট লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি, এক লাখ ৬১ হাজার ৭৭০ টাকা ও ৩০টি চেক বই উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামের থেকে তাদের গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩২) ও তার স্ত্রী সবিকুন নাহার (৩২)।

পুলিশ জানায়, আলী আহমদ জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার ব্যবসা চালিয়ে আসছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তিনি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বাণিজ্য করে আসছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। অভিযান পরিচালনা করে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।