স্কুল ভবনের ছাদ থেকে রড পড়ে ছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে মাথায় রড পড়ে ঊষা মনি (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঊষা মনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঠিকাদার এবং রাজমিস্ত্রির অবহেলাকে দায়ী করেছেন। ঘটনার পর নির্মাণাধীন ভবনের সাত শ্রমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। দোতলা পর্যন্ত কাজ শেষ হওয়ায় নিচতলায় শিক্ষার্থীদের পাঠদান চলছিল। রবিবার সকালে ক্লাস থেকে বেরিয়ে পানি পানের জন্য ভবনের সামনে যায় ঊষা মনি। এ সময় তিনতলায় কাজ করা শ্রমিকদের হাত থেকে একটি রড ঊষা মনির মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয়। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ‘মাথায় গুরুতর আঘাত পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থী পানি পানের জন্য শ্রেণিকক্ষ থেকে বের হলে মাথায় রড পড়ে গুরুতর আহত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

নির্মাণাধীন স্কুল ভবনের কন্ডাক্টর মাইন উদ্দিন বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা। নির্মাণাধীন ভবনের নিচে ক্লাস না করার জন্য আমি শিক্ষকদের নিষেধ করেছিলাম। এরপরও ক্লাস করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমি মনে করি।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘স্কুলশিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নির্মাণাধীন ভবনের সাত শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’