প্রার্থী হয়ে দলের সব পদ হারালেন বিএনপি নেতা

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘জালাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে জালাল উদ্দিন দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। ১০ অক্টোবর হ্যাঙ্গার প্রতীক পাওয়ার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আলোচনায় আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোনও নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সেইসঙ্গে অতীতে দলের অনেক নেতা নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাদেরও দল থেকে বহিষ্কার করেছে। এবার বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এরপরও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।’