নির্বাচনে লড়ে জামানত হারালেন এক উপজেলার ৫ প্রার্থী

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী ও চার জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হওয়া ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের মধ্যে এই পাঁচ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন- চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) ৪৫৫৯ ভোট, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতার আহমদ (বই) ৩৩৮৭ ভোট, খন্দকার মাসুম আহমদ (বৈদ্যুতিক বাল্ব) ১০৬০ ভোট, মো. আলী হোসেন রানা (উড়োজাহাজ) ৯৫৯ ভোট ও মৌলানা মো. আব্দুল বাছিত (মাইক) ১০৬২ ভোট।

উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪৬১টি ভোট পড়েছে। নির্বাচন আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৬ হাজার ৫৭ ভোট না পাওয়া এক চেয়ারম্যান প্রার্থী ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল বলেন, নির্বাচন আইন অনুযায়ী যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ পাননি তাদের জামানত বাজেয়াপ্ত হবে।