ঢাকায় বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, হত্যা, গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনার জুলিয়া শপিং সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপির সহ- সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, বদরুল আলম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন বলেন, বিনা উসকানিতে বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশের চালানো এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধুমাত্র ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগের গণসমাবেশ ঠেকাতে চক্রান্ত করে বিরোধী দলকে দমন করার জন্য এ ঘৃণ্য কাজ করা হয়েছে। গণগ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না।