‘প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো শুরু করলে সব ঠিক হয়ে যাবে’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘২০২০-২১ থেকে ২০২১-২২ অর্থবছরে করোনাভাইরাসের কারণে অনেক প্রবাসী সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। এখন আবার বিভিন্ন দেশে তাদের পুরোনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন প্রবাসীরা। তারা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে।’

শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে সিলেট নগরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। চলতি বছরের জুনের মধ্যে, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও রেমিট্যান্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।’ 

তিনি আরও বলেন, ‘এ বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যে কাজও চলছে। মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সাথে নতুন করে চুক্তি করেছে সরকার।’

মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে সে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সে দেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়, তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।’

সম্মেলনে প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি মো. উজ্জ্বল বখতের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।