বাড়িতে পানি ওঠায় যাচ্ছিলো উঁচু স্থানে, নৌকাডুবে ৩ ভাই-বোনের মৃত্যু 

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে হাওরের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতেরা হলো- গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়া ও আসমা খাতুনের দুই মেয়ে ফারজানা বেগম (১৩), মারজানা বেগম (৮) ও ছেলে রবিউল আউয়াল (৫)।

স্থানীয়রা জানায়, বাড়ির চারপাশে পানি ওঠে যাওয়ার কারণে ভাঙা নৌকা চড়ে উঁচু সড়কে আসছিল তিন ভাই-বোন। আসার সময় প্রচণ্ড রকম ঢেউ ও ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী পরে হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

সুহেল মিয়া জানান, তিনি স্ত্রীকে নিয়ে আজ সকালে পাশের উপজেলায় জরুরি কাজে যান। সেখানে গিয়ে শুনতে পারেন তাদের তিন সন্তান পানিতে ডুবে মারা গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মতিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শিশুরা বাড়ির চারপাশে পানি দেখে ভয় পেয়ে উঁচু স্থানে ভাঙা নৌকা চড়ে আসতে চেয়েছিল। নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিন জনই পানিতে ডুবে মারা যায়।