X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
স্বাস্থ্য অধিদফতরকে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি

হাসপাতালের লিফটে রোগীর মৃত্যু, কর্তৃপক্ষের দাবি ‘ধাক্কাধাক্কিতে’ নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি

গাজীপুর প্রতিনিধি
১৩ মে ২০২৪, ১২:৫১আপডেট : ১৩ মে ২০২৪, ১৬:০৬

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দিয়ে অবহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়, লিফটের দরজায় রোগী ও তার স্বজনদের ধাক্কাধাক্কির কারণে নিরাপত্তা নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি।

চিঠিতে আরও দাবি করা হয়, লিফটে রোগীসহ অন্যরা ৪৫ মিনিট নয়, মাত্র ১০-১৫ মিনিট আটকে ছিলেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও গণপূর্ত বিভাগ ই/এম-১০, ঢাকার নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম চিঠিতে স্বাক্ষর করেন।

রবিবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ওই চিঠি পাঠানো হয়।

সোমবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎবিভ্রাটের কারণে হাসপাতাল বিল্ডিংয়ের ৯ ও ১০ তলার মাঝখানে লিফটটি আটকে গেলে এটির স্বয়ংক্রিয় রেসকিউ ডিভাইস কাজ করার জন্য এক মিনিট সময়ের প্রয়োজন হয়। কিন্তু লিফটে থাকা লোকজন ও আটকে পড়া রোগীসহ তাদের স্বজনেরা দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি। পরবর্তীতে লিফট অপারেটর মেশিন কক্ষে হাত দিয়ে ম্যানুয়ালি লিফটটি একটি ফ্লোরে আনার আগেই রোগীসহ লোকজন দরজা খুলে বের হয়ে আসে। এসব কাজ সম্পন্ন করতে ১০-১৫ মিনিট সময় অতিবাহিত হয়।

লিফটটি আগে থেকে ত্রুটিপূর্ণ ছিল না দাবি করে চিঠিতে বলা হয়েছে, লিফটটি নিয়মিত সার্ভিস ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং বর্তমানে লিফটি চালু আছে। আটকে পড়া রোগীসহ অন্যান্য লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটির সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোগীর অসুস্থতা নিয়ে চিঠিতে বলা হয়েছে, নিহত মমতাজ হার্টের রোগী ছিলেন। তাৎক্ষণিক রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকেও চিঠিতে ভুল তথ্য প্রচারের জন্য অভিযুক্ত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রোগী ৪৫ মিনিট লিফটে আটকে থাকার তথ্য সঠিক নয়।

প্রসঙ্গত, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফট আটকে রোগী মমতাজ বেগমের (৫৩) মৃত্যু হয়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শরীফ উদ্দীনের স্ত্রী। রবিবার বেলা ১১টায় মেডিসিন বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তরের সময় পৌনে এক ঘণ্টা লিফটে আটকে থেকে তার মৃত্যু হয়। এমনটাই জানান রোগীর স্বজনেরা।

আরও পড়ুন:

‘পৌনে এক ঘণ্টা’ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যু

/কেএইচটি/
সম্পর্কিত
হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ