টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার দুই শিশুর জামিন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পুলিশের করা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হওয়া দুই শিশুর জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় শিশু আদালতের বিচারক জাকির হোসেন এক হাজার টাকা মুচলেকার মাধ্যমে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, বৃহস্পতিবার শিশু আদালতে আসামিদের জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন। ওই শিশুরা গাজীপুর জেলার টঙ্গী কিশোর সংশোধনাগারে রয়েছেন। 

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে ঢাকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়। ৩১ জুলাই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওইদিন সন্ধ্যায় তাদের সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালতের বিচারক ফরহান সাদিক আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান। গত ২ আগস্ট ফারহান সাদিকের আদালতে ৩২ জন আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। এদিকে রাষ্ট্রপক্ষে পুলিশের কোর্ট ইন্সপেক্টর আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করে জামিনের বিরোধিতা করেন। আদালত জামিন ও রিমান্ড আবেদনের দীর্ঘ শুনানি গ্রহণের পর ৩২ আসামির ৫ হাজার টাকার মুচলেকার মাধ্যমে জামিন আবেদন মঞ্জুর করেন। রাত ১০টার দিকে আসামিরা সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান। আগামি ১৬ আগস্ট এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।