সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো মা-মেয়ের

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ওই পরিবারের চার জন।

রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, তারা বাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। হঠাৎ রাতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে বের হতে না পারায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান।