ভোটারদের হাতে-পায়ে ধরে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে: নানক

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘এবারের নির্বাচন আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে শেখ হাসিনার অধীনেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

সিলেটে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নানক বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কেন্দ্রে আনতে হবে, প্রতিটি কেন্দ্রের জন্য কেন্দ্র কমিটি গঠন করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে-পায়ে ধরে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।’ 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী ২০ ডিসেম্বর শেখ হাসিনার সফর ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে আজকের সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের নেত্রী বিশ্বমোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বিশ্বমোড়লদের কাছে ধরনা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। এসব বিশ্বমোড়ল একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিল।’

প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।