বিয়ের দাবিতে গ্রিস প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

বিয়ের দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও গ্রামে গ্রিস প্রবাসী প্রেমিক সুহেল মিয়ার (৩৫) বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী (৩৪)। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল থেকে তিনি ওই প্রবাসীর বসতঘরে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে আশপাশের লোকজনের ওই বাড়িতে ভিড় বাড়তে থাকে।

ওই নারীর দাবি, তার বাড়ি একই উপজেলায় হলেও ইউনিয়ন ভিন্ন। ২০১৫ সালে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়ে গৃহপরিচারিকার কাজ করেন। সে সময় মোবাইলে পরিচয় হয় গ্রিসে অবস্থানকারী গৌরারং ইউনিয়নের খায়রুন বাজারের পাশে ঘোলেরগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে সুহেল মিয়ার সঙ্গে। তখন থেকেই তাদের কথা হয়। দেশে এসে বিয়ের প্রতিশ্রুতি করেন তারা। 

এই নারীর দাবি, একপর্যায়ে প্রেমিক সুহেল মিয়ার গ্রিসে টাকার প্রয়োজন হলে বিভিন্ন মাধ্যমে আট লাখ টাকা পাঠান তিনি। চার বছর আগে এই নারী দেশে এসে তার সুহেলের বাড়িতে বেড়াতে আসেন এবং প্রেমিকের আপন ছোট ভাই রাজুর হাতে প্রেমিকের জন্য কেনা সোনার একটি আংটি ও নগদ এক লাখ টাকা তুলে দেন।

অবস্থানকারী নারীর দাবি, আমার প্রবাস জীবনের ৮/১০টি বছরের কষ্টার্জিত প্রায় ১০ লাখ টাকা প্রেমিক সুহেল মিয়ার জন্য ব্যয় করেছি। তাছাড়া আমাকে আশ্বাস দিয়েছিল বিয়ে করবে, কিন্তু গত কয়েক মাস ধরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

সুহেলের মা রাজিয়া খাতুন জানান, তিনি জানতেন ভাইবোনের মতো সম্পর্ক রয়েছে উভয়ের মধ্যে। কিন্তু অবস্থান নেওয়া মেয়েটি বলছে প্রেমের সম্পর্ক। তারা বিষয়টি পারিবারিকভাবে খতিয়ে দেখছেন। টাকা পয়সা লেনদেনের বিষয় তিনি জানেন না।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী জানান, কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।