বিমানবন্দর থেকে প্রবাসীর গায়েব হওয়া ৩ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গায়েব হওয়া সৌদিপ্রবাসীর তিন লাখ ৫১ হাজার ১৬০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় খালেদ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওসমানী বিমানবন্দর ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদিপ্রবাসী জাকারিয়া ও তার তিন ভাই সিলেট বিমানবন্দরে আসেন। এ সময় কাস্টমসে ব্যাগেজ স্ক্যানিং করার সময় জাকারিয়ার মানিব্যাগসহ তিন লাখ ৫১ হাজার ১৬০ টাকা গায়েব হয়ে যায়। পরে তিনি এপিবিএনের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। এরপর মানিব্যাগ গায়েব করা ব্যক্তিকে শনাক্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শুক্রবার দুপুরে এপিবিএনের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের একটি টিম রাজনগর থেকে খালেদকে গ্রেফতার করে। তার কাছ থেকে মানিব্যাগসহ টাকা উদ্ধারের পর প্রবাসীকে বুঝিয়ে দেওয়া হয়েছে।